মোঃমামুন ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
যদি আসে জরিপ মানুষ হবে গরিব। ভূমি ডিয়ারা রেকর্ড বহাল রাখার দাবিতে ১৯ৃ আগষ্ট নীলফামারীর ডিমলা উপজেল ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ৩ মৌজার সাধারণ কৃষকদের নিয়ে মনছের আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, নজরুল ইসলাম সাবেক ইউপি সদস্য, নুরল হক সাবেক ইউপি সদস্য, বাবুল হোসেন সহকারী শিক্ষক, ডাক্তার আবুল কাশেম, সাইফুল ইসলাম সাবেক ইউপি সদস্য আজিমুদ্দিন সাবেক ইউপি সদস্য, আলমগীর হোসেন সহকারী শিক্ষক, মমিনুর রহমান সহকারী শিক্ষক সহ আরও অনেকে।ছাতুনামা,ভেন্ডাবাড়ী,ও দক্ষিণ সোনাখুলী এই ৩ মৌজার সাধারণ কৃষকগন বলেন, দীর্ঘদিন ধরে রেকর্ড মূলে ভোগদখল করে আসতেছি।এমতাবস্থায় জানতে পারি যে ডিয়ারা রেকর্ড বাতিল করে নতুন রেকর্ড চালু করার পায়তারা চলছে। ১৯৮২ সালে রেকর্ড হওয়ার পর দীর্ঘ ৪৩বছর পর এই নতুন রেকর্ড আমরা চাইনা।পূর্বের রেকর্ড ধারীদের ভোগদখলীয় জমি বহাল রাখার দাবী জানান উক্ত এলাকার সাধারণ কৃষকগন।
সঞ্চালনয় রবিউল ইসলাম রবি।
আয়োজনে, ঝুনাগাছ চাপানী ৩মৌজাবাসী ডিমলা নীলফামারী।