মোঃমামুন (ডিমলা) নীলফামারী প্রতিনিধি
ডিমলায় কামিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোট খাতা কামিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনের
তফসিল ঘোষণা করে আগামীকাল রোববার নির্বাচনের দিল ধার্য করে মাদ্রাসা কর্তৃপক্ষ। উক্ত নির্বাচনে তিনটি সদস্য পদের জন্য ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিযোগ করেন, নির্বাচনের জন্য অভিভাবকদের তালিকা প্রস্তুতির সময় আল আমিন নামের একজন প্রার্থীর কোন সন্তান উক্ত প্রতিষ্ঠানে লেখাপড়া না করলেও ভুয়া ছাত্রী দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তালিকাভুক্ত করা হয়। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির পর ওই আল আমিন নামের সদস্য প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করায় ভুয়া ভোটারের বিষয়টি ফাঁস হয়ে পড়লে গত শনিবার বিকেলে রাজধানীর নির্বাচন বাতিল করে পুনরায় ভোটার তালিকা সংশোধন পূর্বক নতুন করে তফসিল ঘোষণার দাবিতে মাদ্রাসার ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষার্থীরা মাদ্রাসা চত্বরে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক, প্রার্থী মুস্তাফিজুর রহমান ও মোঃ নুর ইসলাম, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ৯ম শ্রেণীর ছাত্র মোঃ মহিদুর রহমান ও আফরিন নাহার ইতি প্রমূখ। বক্তারা রোববারে নির্বাচন বাতিল করে নতুন তালিকা করে পুনরায় তফসিল ঘোষণা দাবি জানান। এ ব্যাপারে ছোট খাতা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা বজলার রহমান জানান,আল আমিন বৈধ ভোটার নহে তার কোন সন্তান আমার প্রতিষ্ঠানে লেখা পড়া করেনা । আমার অফিস সহকারী আসাদুজ্জামান ও কম্পিউটার অপারেটর ভুলবশত তার নাম ভোটার তালিকা তুলেছে । বিষয়টি জানার পর আমি মাদ্রাসা কমিটির গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রকে অবহিত করেছি এবং উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামানকে জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হবে।