মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ কাজী কামাল মিয়া ও সহযোগী ফোর্স ০৬/০১/২০২৬ খ্রিঃ রাত ২০:১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন:
রুবেল ইসলাম রাশেদ (২০), পিতা-ফারুক, মা-আলো, নোয়াখালী।
সোহাগ আহম্মেদ রাব্বি (২০), পিতা-মৃত মান্নান মিয়া, মা-সবুজা, শেরপুর।
নুর আলম (২৫), পিতা-দুলাল মিয়া, মা-আয়েশা বেগম, নোয়াখালী।
উল্লেখ্য, ১ নং আসামীর বিরুদ্ধে ২টি এবং ২ নং আসামীর বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-২৩, ধারা ৩৬(১) সারণি ২৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রাথমিক তদন্ত শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।