মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে চৌকস ডিবি টিম ০২/০৯/২৫ খ্রিস্টাব্দ ১৪:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া নিরিবিলি এলাকা হইতে আসামী ১। মোঃ আল বেরুনী আন (২৮), পিতা-মৃত আসলাম সরকার @ আসলাম আলী, মাতা-মোসাঃ ঝর্ণা সুলতানা, সাং জাফরপুর (মধ্যপাড়া), থানা- চারঘাট, জেলা-রাজশাহী, এ/পি সাং-নিরিবিলি, (ডাঃ শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন এবং অপর আরও একটি অভিযানে ০২/০৯/২৫ খ্রিস্টাব্দ ২২:৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার কলমা এলাকা হইতে আসামী ১। মোঃ বাহার উদ্দিন হোসেন @ বাবু (৩৭), পিতা-মোঃ মুক্তার হোসেন, মাতা-মোসাঃ বকুলী, সাং-সাহেবের চর, পোঃ- ব্যাংখের হাট, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, এ/পি সাং-৩০ ফিট, কলমা (মিন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।