মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে একটি চৌকস টিম দোহার ও নবাবগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩/১০/২০২৫ খ্রিষ্টাব্দ রাত ২০.৪৫ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন দিঘীরপাড় এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১।মোঃ আঃ আলী (৪২), পিতা-মৃত ফজল হক, সাং-হযরতপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা‘কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখঃ ১৪/১০/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আঃ আলী (৪২) এর বিরুদ্ধে নিম্নেবর্ণিত মামলার তথ্য পাওয়া যায়, ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মামলা নং-৩৮, তারিখ-২৪/০৯/২০১৮ খ্রিঃ, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)/২১/২৫, ২। নবাবগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৮/২০২০ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০৫০৬ পেনাল কোড ১৮৬০, ৩। ডিএমপি, যাত্রাবাড়ী থানার মামলা নং-১৬৯, তারিখ-৩০/০৮/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৮/৩৬(১) এর ১৯(ক) ।