
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলার ধামরাই থানার চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ১৫/০৯/২০২৫ খ্রিষ্টাব্দ ১৬.১৫ ঘটিকার সময় ধামরাই থানাধীন কালামপুর বাসস্ট্যান্ড ঢাকা আরিচা মহাসড়কের উত্তর পাশে এ্যাপেক্স সুরুমের সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ গ্রাম কথিত হেরোইনসহ ১। মোঃ শরীফ (২৯), পিতা- সেকান্দার আলী, সাং- মালবাগডাঙ্গা, ইউপি- চরবাগডাঙ্গা, থানা ও জেলা- চাপাইনবাবগঞ্জকে গ্রেফতার করেন। একই তারিখ ১৭.০০ ঘটিকার সময় অপর একটি অভিযান পরিচালনা করে ধামরাই থানাধীন ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে পাকা রাস্তার উপর হতে ৯৫ গ্রাম কথিত হেরোইনসহ ২। মোছাঃ শাহিদা আক্তার (২৯), পিতা- সাইজুদ্দিন, মাতা- ঝর্ণা, সাং- দুয়াজানী ও ১৫ গ্রাম কথিত হেরোইনসহ ৩। মিন্টু হোসেন (২৯), পিতা- মোঃ উসমান মিয়া, মাতা- নিলুফা বেগম, সাং- সিংদাইর, উভয় থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইলদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফ এর বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-২০, তারিখ- ১৫/০৯/২৫, ধারা- ৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং আসামী মোছাঃ শাহিদা আক্তার ও মিন্টু হোসেনদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-২২ তারিখঃ ১৬/০৯/২০২৫ খ্রিঃ ধারা: ৩৬(১) সারণির ৮(খ)/৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।