মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার (নন পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তান, যারা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছেন তাদের অনুকুলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় কর্তৃক বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানি ও সার্টিফিকেট প্রদান সংক্রান্তে ঢাকা জেলার সাভার থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদ এর দুই মেয়ে ( বড় মেয়ে তাজরিয়ান তামান্না তিনা ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ এবং ছোট মেয়ে কানিজ ফাতেমা বিনা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন), আশুলিয়া থানায় কর্মরত কনস্টেবল মোঃ আবু রায়হান এর মেয়ে রুমি আক্তার ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন এবং আশুলিয়া থানায় কর্মরত কনস্টেবল মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ তানভীর রহমান প্রত্যয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করায় অদ্য ১৯/০৮/২০২৫ খ্রিষ্টাব্দ ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় উপরোক্ত প্রার্থীদের এবং প্রার্থীর অনুপস্থিতিতে প্রার্থীর অভিভাবক এর নিকট বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানি ও সার্টিফিকেট প্রদান করেন। এই সময়ে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।