মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ শফিকুল আলম (ইনচার্জ, শাইনপুকুর তদন্তকেন্দ্র), দোহার থানা, ঢাকা জেলা এর নেতৃত্বে শাইনপুকুর তদন্তকেন্দ্রের এর একটি চৌকস টিম দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৮/১০/২০২৫ খ্রিঃ ০৭.১৫ ঘটিকার সময দোহার থানাধীন মেঘুলা বাজার এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সেলিম (৫০), পিতাঃ মৃত নওয়াব আলী বেপারী, মাতাঃ মৃত দোলোয়ারা বেগম, সাং-মালিকান্দা (পূর্বপাড়া), ইউপিঃ নারিশা, ২। রূপন ওরফে পশম (৩২), পিতাঃ মৃত রাধাবল্লভ রাজবংশী, মাতাঃ পুষ্প রাজবংশী, সাং-মেঘুলা রাজবংশী পাড়া, ইউপিঃ নারিশা, উভয় থানাঃ দোহার, জেলা-ঢাকাদ্বয়কে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দোহার থানার মামলা নং-০৯, তারিখঃ ০৮/১০/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন’২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিযাধীন।