
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় শাইনপুকুর তদন্তকেন্দ্রের এর একটি চৌকস টিম ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অদ্য ০৭/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ০৫.১৫ ঘটিকার সময় দোহার থানাধীন নারিশা পূর্বচর স্কুলের সামনে থেকে ০১ টি চোরাই অটো উদ্ধারসহ আসামী ১। মোঃ অনিক ওরফে কালু(২৮), পিতা-মৃত বাবুল মিয়া ওরফে বাবু পালক পিতা-মোঃ নাদিম, মাতা-মিতু আকতার, নানা-মৃত আলী আকবর মীর, স্থায়ী : (সাং-সাদাপুর, প্রাইমারী স্কুলের পিছনে) , উপজেলা/থানা- নবাবগঞ্জ, জেলা -ঢাকা, বর্তমান : (সাং-বসিলা, রোড নং-০৫, ফুফাতো ভাই আলামিন এর বাসা) , উপজেলা/থানা- মোহাম্মদপুর, জেলা -ঢাকা, ২। মনির হোসেন(৪৪), পিতা-আবুল হোসেন, মাতা-মনোয়ারা বেগম, স্থায়ী : গ্রাম- উত্তর জয়পাড়া (ব্যাঙ্গার চর) , উপজেলা/থানা- দোহার, জেলা -ঢাকা এবং ৩। মোঃ শাহজাহান বেপারী (৫০), পিতা-মৃত পিয়ার আলী বেপারী, মাতা-মৃত হালিমা বেগম, স্থায়ী : গ্রাম- পশ্চিম সমস্যাবাদ, উপজেলা/থানা- নবাবগঞ্জ, জেলা -ঢাকাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত অটো নবাবগঞ্জ থানা এলাকা হতে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে মুন্সীগঞ্জে নিয়ে যাইতেছিল। গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনা করে আসামী অনিক ওরফে কালুর বিরুদ্দে ০৪ টি, আসামী মনির হোসেন এর বিরুদ্ধে ০৪ টি এবং আসামী শাহজাহান বেপারীর বিরুদ্ধে ০৩ টি মামলার তথ্য পাওয়া যায় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।