মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৯/০৭/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ কনফারেন্স হলে ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মে/২৫ ও জুন/২৫ খ্রিস্টাব্দ মাসের "মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা" অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় । এছাড়াও উক্ত সভায় ঢাকা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সময়ে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হইতে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যার কথা শ্রবণ করেন এবং কিছু কিছু প্রতিবন্ধকতা/সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য কিছু কিছু সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন । এই সময়ে পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলায় কর্মরত অফিসার ফোর্সদের অসুস্থতাজনিত কারণে আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান প্রদান করেন এবং ঢাকা জেলায় কর্মরত ০৩ জন সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) হতে ইন্সপেক্টর( নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় পদোন্নতিজনিত বদলী উপলক্ষে বিদায়ী স্মারক প্রদান করেন । এছাড়াও মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় ঢাকা জেলার থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের বিগত মাসের অপরাধসমূহ পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে অপরাধ প্রবণতা হ্রাস করার জন্য সকল ইউনিটের ইনচার্জগনদের তাদের স্ব স্ব ইউনিটের সার্বিক নিরাপত্তা তথা আইন শৃঙ্খলা রক্ষাসহ সকল প্রকার প্রশাসনিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক হিসেবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের তার সহকর্মীদের প্রতি এমন আন্তরিকতা এবং মহানুভাবতায় ঢাকা জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত । যার ফলশ্রুতিতে উক্ত সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।