মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৯/০৭/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকার সময় মিলব্যারাক পুলিশ লাইনস্ মাঠে ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় । ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান পিপিএম মহোদয় মাস্টার প্যারেডে সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শণ করেন । সালাম গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এই সময়ে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন ।