মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৬ জানুয়ারি ২০২৬ খ্রি. ঢাকা জেলা পুলিশ লাইন্সে অবস্থিত অফিসার ও ফোর্সের মেস পরিদর্শন করেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পুলিশ ফোর্সের সদস্যদের সাথে একত্রে মেসের খাবার গ্রহণ করেন এবং খাবারের সার্বিক মান, স্বাদ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি খাবারের মানে সন্তোষ প্রকাশ করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে মেসের খাবার আরও স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্মত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মেস ম্যানেজারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় ফোর্সের জীবনমান উন্নয়নে নিয়মিত তদারকি ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খায়রুল আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক–দক্ষিণ) জনাব মোঃ তরিকুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানসহ পুলিশ লাইন্সে কর্মরত ঢাকা জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ ফোর্সের সদস্যগণ।