মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ০২-০৯-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর ডেমরা ও যাত্রাবাড়ি এলাকায় ঢাকা এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে
১। জিল পারসোনাল কেয়ার লিঃ, প্লট নং-৩৯৫, হোল্ডিং নং-৯৭, ধার্মিক পাড়া, ডেমরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত টয়লেট সোপ (সাবান) উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিতে অন্য ব্যান্ডের লেবেল পাওযায় ধ্বংস করে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটি লাইসেন্স প্রাপ্তির জন্য যথাযথভাবে আবেদন করেছেন। কারখানার পরিবেশ সন্তোষজনক এবং অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ও যথাযথ পাওয়ায়, দ্রুততম সময়ের মধ্যে সিএম লাইসেন্স সংগ্রহ করে আইনসম্মতভাবে পণ্য উৎপাদন নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।
২। ডিলাক্স গ্লোবাল ইন্টারণ্যাশনাল, ১৭, পাড়া ডগাইর গোল্ডেন ব্রীজ উত্তর, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত টয়লেট সোপ (সাবান) পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যান্ডের ৩ (তিন)টি সাবান তৈরির ডাইস জব্দ করা হয় ও অন্য ব্যান্ডের লেবেল পাওযায় ধ্বংস করে সতর্ক করা হয় দ্রুততার সাথে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।