মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০১.০৯.২০২৫ তারিখ বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব কৌশিক দাস দুর্জয়, পরীক্ষক (মেট), জনাব জ্যোতি প্রকাশ বর্মন, পরীক্ষক (মেট, রসায়ন) এবং জনাব মোঃ সামিউল ইসলাম, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স বস সুইটস এন্ড ফুডস লিঃ, হাউজ # ৩৫২/বি, রোড # ২৭, ধানমন্ডি, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত পাউরুটি, কেক, বিস্কুট ও দই পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০ (বিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
এছাড়া মেসার্স গোরমেট বাচার শপ (বেঙ্গল মিট), হাউজ # ২১/বি, রোড # ২৭, ধানমন্ডি, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিভিন্ন পণ্যের মোড়কজাতকরণ সনদ থাকায় উক্ত প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।