মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা-মাওয়া সড়কে পরিবহনের চাপায় এ্যম্বুলেন্স ড্রাইভার সহ মাদারীপুরের একই পরিবারের ৪ জনের মৃত্যু নিহতদের ঠিকানা মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিঠাপুর গ্রামে ফকির বাড়ি । স্থানীয় সুত্রে জানা যায়,বিলালের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা ছিলেন। গতরাত থেকে তার প্রসব বেদনা শুরু হয়। এজন্য অ্যাম্বুলেন্সে পরিবারের ১০ জন মিলে ঢাকায় আসছিলেন। ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় আসার পর অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়।রাস্তার ডান পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক। এ সময় কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন, কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। সেখানেই গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।এতে এ্যম্বুলেন্সের ড্রাইভার সহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান। বাসের হেলপার সাইফুল ইসলাম শান্ত জানান, তারা কুষ্টিয়া থেকে যাত্রীদের নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের ডান পাশের লেনে অ্যাম্বুলেন্সটি দাঁড় করানো ছিল। দ্রুত গতিতে থাকায় চালক ফয়সাল (৪০) ব্রেক কষেও বাসটি থামাতে পারেনি।