বাতেনুজ্জামান জুয়েল
স্টাফ রিপোর্টার।
রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের আবাসিক এলাকায় গতকাল মঙ্গলবার ১২/৮/২০২৫ তারিখ,প্রদীপ সরকার নামের এই যুবক (৩২)এক প্রবাসীর বাসায় অবস্থান কালে স্থানীয় জনগণ তাকে ধরে।পরে উত্তম মাধ্যম দিয়ে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রদীপ সরকার জানান তার বাড়ি কেরানিগঞ্জ। স্থানীয় লোকজন জানান ছেলেটি গত চার দিন যাবৎ বাসায় থাকেন। এক সাংবাদিক তার স্বামীর সাথে যোগাযোগ করলে তিনি জানান ছেলেটিকে তিনি চেনেন না।তবে ঐ বাসার নারী জানান তিনি ছেলেটিকে নিজের ছেলে ডাকেন এবং সে তার স্বামীর সাথে ব্যবসা করেন।