1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
থানায় সকলে অতিথি রাতে আসামি হয়ে গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক। সিরাজগঞ্জে ‘চাঁদা চাইতে গিয়ে’ গণপিটুনির শিকার ৩ বিএনপি নেতা বগুড়ায় নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার। ডিমলায় মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবীতে অভিভাবক ছাত্র-ছাত্রীর বিক্ষোভ ও মানববন্ধন বগুড়া আদমদীঘিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা শার্শা শ্যামলাগাছির মাদ্রাসার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত-৫ বংশালে নকল ক্যাবল কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ রাজধানী নিউমার্কেট থানা পুলিশ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্য আটক যশোর বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা ২০১.৫ কেজি ভায়াগ্রা জব্দ

থানায় সকলে অতিথি রাতে আসামি হয়ে গ্রেফতার

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,
ঠাকুরগাঁয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামীর বাবা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামশুল হকে অতিথির আসনে দেখা গেছে।
এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের আয়োজনে আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠান হয়। এতে পুলিশ, রাজনৈতিক নেতা ও স্থানীয়রা অংশ নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অনুষ্ঠানের অতিথি হিসেবে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। তার বামপার্শ্বে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, জামায়াত নেতা ইলিয়াস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা শেখ আইয়ুব আলী এবং ডান পার্শ্বে বিএনপি নেতা আইয়ুব আলী পরে হত্যা মামলার আসামীর বাবা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামশুল হক বসে আছেন।
জুলাই অভ্যুত্থানের পর ঠাকুরগাঁও সদর থানায় শহীদ আবু রায়হানের বাবা ফজলে ওরফে রাসেদ গত ০২ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই হত্যা মামলার ৫১ নং আসামি বকুল আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামশুল হকের ছেলে।
এছাড়াও তার আরেক ছেলে নাসিরুল ইসলাম ঠাকুরগাঁও আদালতে বাদী হয়ে অ্যাডভোকেট মওদুদ আহম্মেদের দায়ের করা জমিদখল, হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি।
স্থানীয়দের প্রশ্ন তুলছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী হত্যা মামলার আসামীর স্বজনদের পুলিশে গুরুত্বপূর্ণ সভায় অতিথির আসনে বসানো জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া জামায়াত নেতা ইলিয়াস আলী বলেন, কে আসামি, কে ভালো মানুষ এটা শনাক্ত করবে পুলিশ। তারাই যদি অতিথির আসনে বসতে দেয়, আমাদের কিছু করার নেই। তবে বিষয়টি জানার পরও আমারও খারাপ লাগছে। জুলাই অভ্যুত্থান এ দেশের মানুষের গর্ব ও অহংকারের জায়গা।
জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলাটি যেহেতু ঠাকুরগাঁও সদর থানায়, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। উলটো সাংবাদিককে প্রশ্ন ছুড়ে বলেন, আপনি জানেনতো আগে বললেন না কেন? এখন বলে কি হবে। অন্য থানায় পার্শ্ববর্তী থানার মামলার আসামি কিংবা তার স্বজন সম্পর্কে তার কাছে কোন তথ্য থাকেনা বলে বোঝানোর চেষ্টা করেন।
একই মন্তব্য করেছেন বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। তিনি বলেন, সুপারের নির্দেশে জনবান্ধব পুলিশ এবং মানুষের দৌড় গড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি।
এজন্যই ওপেন হাউজ ডে আয়োজন। হত্যা মামলার স্বজন অতিথির আসনে, এ বিষয়ে তিনি খোঁজ খবর নিবেন বলে মন্তব্য করেন। অভিযোগের সব তথ্যভিত্তিতে সততা প্রমাণ পাওয়া গেলে আসামি সামসুলকে (১৭এপ্রিল) রাতে আটক করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট