মনা নিজস্ব প্রতিনিধিঃ
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৯-১১-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়
অভিযান ০১:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম -এর আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি), আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে কার্যাদেশ প্রদানসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রকিউরমেন্ট আইন অমান্য করে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে সংরক্ষিত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয় এবং কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হয়। পরবর্তীতে দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়। এছাড়াও টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার, ই-জিপিতে কালো তালিকাভুক্তি ইত্যাদির সঠিকতা যাচাই সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
👉অভিযান ০২:
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।অভিযানকালে বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) কার্যালয়, মহাখালী, ঢাকা হতে সরেজমিনে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অধীনে ৮৯ টি প্রকল্পে মোট বরাদ্দ ২,১১০ কোটি টাকার মধ্যে ৫৪ শতাংশে প্রকল্পে বিভিন্ন অনিয়মের তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। দুদক টিমের প্রাথমিক পর্যালোচনায় রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণসহ বাস্তবায়নে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযোগ সংক্রান্ত সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
👉অভিযান ০৩:
যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি এবং নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দু্র্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানের শুরুতে ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে। গোপনে তথ্য সংগ্রহকালে এ্যাম্বুলেন্সের ড্রাইভার কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় এবং পরবর্তীতে ভাড়া আদায়ের সঠিক তথ্য উপস্থাপন করতে না পারার বিষয়টি দৃষ্টিগোচর হয়। অভিযান পরিচালনাকালে হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান এবং পরিমানের সঠিকটা যাচাইয়ে ব্যাপক অসঙ্গতি পরিলক্ষিত হয়। এছাড়া রোগীদেরকে স্যালাইন ও পর্যাপ্ত ঔষধ সরবরাহের বিষয়েও যথেষ্ট গাফিলতি রয়েছে মর্মে প্রতীয়মান হয়। অতঃপর টিম কর্তৃক অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, আবাসিক মেডিকেল অফিসার ও হাসপাতালে আগত সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করা হয়। অভিযানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এনফোর্সমেন্ট_টিম_অভিযান