পুলিশ সুপার যশোর মহোদয়
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০১/০৫/২০২৫খ্রি বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) জনাব বাহারুল আলম বিপিএম মহোদয় দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যগণকে "পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪" প্রদান করেন।
উক্ত ব্যাজে ভূষিত হন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়। তার এই পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪" এ ভূষিত হওয়ায় আমরা জেলা পুলিশের প্রতিটি সদস্য গর্বিত ও আনন্দিত।