মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১২ জানুয়ারী ২০২৬ ইং তারিখ, রাজধানী মিরপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণতন্ত্রের মা আপোষীর নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন মরুহম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কমনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে I
এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা ১৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ।
দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ন আহ্বায়ক এ বি এম রাজ্জাক,
মিরপুর থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মতিন,
মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দুলু,
বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী সেলিনা হাফিজ,
সঞ্চনলয়ঃ
মিরপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ ।
মিরপুর ১২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি
মোঃ মনসুর রহমান,
মিরপুর ১২ নম্বর ওয়ার্ড বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক
মোঃ জাকির হোসেন খোকা,
মিরপুর ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ স্বপন,
মিরপুর থানা বিএনপি যুগ্ন-আব্বায়ক শহিদুর রহমান হেনা,
মিরপুর থানা বিএনপি যুগ্ন আহবায়ক ইয়াসিন ভান্ডারী ময়না,
দারুস সালাম থানার বিএনপি যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল খান, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাসেল,
৭ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক পারভেজ, ও শিপন প্রমূখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের সংকটময় সময়ে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চলেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আয়োজনেঃ মিরপুর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর