মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার ৮ নভেম্বর ২০২৫ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রবীন ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগাচড়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় মফিকুল হাসান তৃপ্তি বলেন
"তিনি নির্বাচিত হলে শার্শার বেকারত্ব সমস্যা দূরীকরণ,শার্শার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গঠন,নারীদের সুরক্ষা নিশ্চিত ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা,প্রবীণদের বয়স্ক ভাতার ব্যবস্থা ,প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা সহ ন্যায়-নীতি নির্ভর সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন"
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনাতনকাটি গার্লস স্কুলের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম, জামতলা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক হবিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।
এ সময়,উপজেলা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদ,মাষ্টার বজলুল রহমান,বাবু প্রমুখ।