মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. (শনিবার) অপরাহ্ণে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় যোগদান করেন। তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই, নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্ব পালন করেছেন।