মনা নিজস্ব নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৯/০৮/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ০৮.০০ ঘটিকা থেকে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ খ্রিঃ এর তৃতীয় দিনের কার্যক্রম (শারীরিক সক্ষমতা যাচাই- দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং) সম্পন্ন হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ খ্রিঃ এর নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় । পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে অংশগ্রহণের জন্য আগত প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।