মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ ( শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ০২.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম এবং ফতুল্লা থানার রাত্রিকালীন কিলো-২( চাষাড়া হতে ভুঁইঘর) ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/ মোঃ মিজানুর রহমানের টিম যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত যৌথ টিম জেলা পরিষদ হতে ফকির গার্মেন্টস যাওয়ার রাস্তার মাথা থেকে কিশোর গ্যাং নামধারী ০৪(চার) জনকে দেশিয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ
১. মোঃ সোহরাব(২২), পিং- নূরুল ইসলাম, সাং-ঘাঘোর, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, এ/পিঃ বুড়ির দোকান, ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ
২. মোঃ মিরাজ(২৮), পিং -নূরুল ফকির, সাং- বাঁশবাড়ি, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর এ/পিঃ বুড়ির দোকান, ইসদাইর, থানা- ফতুল্লা,জেলা-নারায়ণগঞ্জ
৩. মোঃ মনজু(৩০), পিং- আব্দুল করিম, সাং- কাষ্ঠসিঙ্গাইর, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর এ/পিঃ আনন্দ নগর, জামালের বাড়ি, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ
৪. মোঃ আলমগীর হোসেন(৩২), পিং-মোঃ মজনু ব্যাপারী, সাং- কামরাবাগ, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর এ/পিঃ সস্তাপুর, সিরাজ সাহেবের বাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
কিশোর গ্যাং নামে পরিচিত এসব ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে সাইনবোর্ড হতে চাষাড়া পর্যন্ত দূরপাল্লা গাড়ি থেকে যাত্রীরা নামার পর আক্রমণ করে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত ০৪(চার) জন আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।