মনা নিজস্ব প্রতিনিধিঃ
ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ০৭/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় নাহিয়ান আজম ইভন (৩০), পিতা-এম এ আজম বাবু (৬৩), সাং-পূর্ব ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকা, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ পূর্ব ইসদাইরস্থ তার ডিশ অফিস হতে বের হয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ফতুল্লা থানাধীন পশ্চিম ইসদাইর সাকিনস্থ পৌর স্টেডিয়াম এর মেইন গেইটে পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে ছোরা, চাকু, সুইচ গিয়ার, এসএস পাইপ, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে ঘটনাস্থলে পূর্ব হতে ওৎ পেতে থাকা দুষ্কৃতকারীরা নাহিয়ান আজম ইভন(৩০) এর মোটর সাইকেলের গতিরোধ করে। দুষ্কৃতকারীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে তাকে এলোপাতারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত করে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থলে ফেলে চলে যায়। আসামীরা ইভনের ব্যবহৃত মোটরসাইকেল সহ দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজনসহ আত্মীয়স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জ নিয়ে যায়। অতঃপর ভিকটিম ইভনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ খবর পেয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার সহিত জড়িত আসামিদের গ্রেফতারসহ ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে তৎপর হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন,পিপিএম(বার) মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় দ্রুত আসামিদের গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, নারায়ণগঞ্জ জনাব মোঃ হাসিনুজ্জামান মহোদয়ের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মো: শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক(অপস্) জনাব আনোয়ার হোসেনদের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক টিম সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্তের ঘটনার সহিত জড়িত এবং এজাহারনামীয় আসামি ১। সাইফুল (৩৮), পিতা-বাবুল মিয়া, সাং- মারুকা, থানা- দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এপি- পূর্ব ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। রাতুল ওরফে টুটুল (৩০), পিতা- আলম, সাং-পূর্ব ইসদাইর, (ভাসমান), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদের ০৯/০৯/২০২৫ তারিখ দিবাগত রাত ০৩.০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকা হতে গ্রেফতার করা হয়। ঘটনার সহিত জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাদেরকে বিজ্ঞ আদালত ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।