মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার এসআই(নিঃ)/মোঃ সামরুল হোসেন সংগীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী মহাসড়কের পাশে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে বিকাল ১৪.৪৫ ঘটিকার সময় কুমিল্লা দিক হতে “এশিয়া লাইন” নামীয় যাত্রীবাহী পরিবহন, যার রেজিঃ নং কুমিল্লা ব-১৪-১৮৪১ নামক বাসটি থামানোর সংকেত দিলে চালক বাসটি থামায়। অতঃপর উল্লিখিত অফিসার ও ফোর্স বর্ণিত বাসের ভিতরে উঠে সন্দেহ ভাজন ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে একজন মহিলা তার সিট হতে উঠে কৌশলে গাড়ি হতে নামার চেষ্টা করলে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথা বলে। অতঃপর সংগীয় ফোর্সের সহায়তায় তাকে বাস হতে নিচে নামানো হয়। নিচে নামানোর পর উক্ত মহিলা তার নাম রিনা বেগম (৩৮), স্বামী-কবির গাজী, পিতা-মৃত আইয়ুব আলী, সাং-কৈয়ারবাজার বাদরগাজা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, বলে জানায়। এরপর তার শরীর নারী পুলিশ দিয়ে তল্লাশি করার সময় তার পেটে ও পিঠে রশি দিয়ে বাঁধা ০৩ (তিন) কেজি গাঁজা বের করে দিলে উক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, সে দীর্ঘ দিন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ক্রয়- বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে অদ্য ০৫/০৮/২৫ খ্রি : বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।