মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রাশেদুল হাসান খান এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকাল ১৭.৪০ ঘটিকার সময় চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পাকা রাস্তায় পুলিশ চেকপোস্ট এর সামনে একজন ব্যক্তি হেঁটে এসে পৌঁছালে তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। হাফছা (২০), স্বামী-শেখ ধন, গ্রাম- শীতলপাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণপাড়া বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিজের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।