মনা যশোর জেলা প্রতিনিধিঃ বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও সমাজসেবক হাজী শাহাদৎ হোসেন গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী,দুই পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল বলফিল্ড মাঠে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে মরহুমের গ্রামের বাড়ী বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম দৌলতপুরে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনীত কারনে তিনি বেশকিছু রোগে ভুগছিলেন,ঘরে বসেই তার চিকিৎসা চলছিল। গত ৯ অক্টোবর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে,উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। অবশেষে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার রাতেই মরহুমের মরদেহ বেনাপোল রেলস্টেশন রোডস্থ তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়।
বেনাপোল বলফিল্ডে অনুষ্ঠিত মরহুমের ১ম জানাযায় ব্যবসায়ী,রাজনীতিবীদ,শিক্ষক,সাংবাদিক সহ শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
উল্লেখ্য,মরহুম শাহাদৎ হোসেন বেনাপোলে একজন স্বনামধন্য ব্যাক্তি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী(বিএনপি) দলের একজন সক্রিয় নেতা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন সহ তার গ্রাম এলাকা দৌলতপুরে বিএনপি’র একজন শীর্ষনেতা হিসেবে কাজ করেছেন। বিএনপি দলীয় কাজ করতে গিয়ে তার জীবদ্দশাই বিগত দিনগুলিতে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন। মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষীত সাথী আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও শুধুমাত্র বিএনপি মতাদর্শের হওয়ায় তাকে চাকরী দেওয়া হয়নি। বর্তমানে সাথী আক্তার এবং তার জামাই পিএসডি করতে অস্ট্রেলিয়াতে রয়েছেন। ভাইপো এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) পৌর শাখার সহ:সভাপতি।
জানাযায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-
শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র উপদেষ্টা-খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন,কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সাংসদ- মফিকুল হাসান তৃপ্তি,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দীন,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সভাপতি-মো.শামছুর রহমান,সাবেক সভাপতি-মফিজুর রহমান সজন,শার্শা উপজেলার সাবেক চেয়ারম্যান-আব্দুল মান্নান মিন্নু,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-আলমগীর,শিক্ষক-আব্দুল মান্নান,শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব-ইমদাদুল,বেনাপোল পৌর যুবদল আহবায়ক-মফিজুর রহমান বাবু,সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু,শার্শা উপজেলার ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ,সদস্য সচিব-ইশতিয়াক আহম্মেদ শাওন সহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দ।
স্মৃতিচারণ করতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, মরহুম শাহাদৎ হোসেনের রাজনৈতিক দর্শন খুব স্পষ্ট, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ,দমন-পীড়নমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়া,দুর্নীতি ও বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ। এমন আশা-প্রত্যাশার প্লাটফর্মে দাড়িয়ে তিনি মানুষের সেবা করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের ২য় জানাযা অনুষ্ঠিত হয় জোহর নামাজ শেষে তার নিজ গ্রাম দৌলতপুরে, নিজেদের প্রতিষ্ঠিত জাহানারা আহম্মেদ এতিম খানায়। জানাযা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।