মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বাগেরহাটে পুলিশ সদস্যদের জন্য তিন দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে বাগেরহাট পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এই কোর্সের ৩য় ব্যাচের কার্যক্রম শুরু হয়।
আজ ১৬ অক্টোবর ২০২৫ খ্রি. (বৃহস্পতিবার) বাগেরহাট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কোর্স সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
পরিদর্শনকালে তিনি কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাস্তবভিত্তিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন— নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বজায় রাখা এবং ভোটাধিকার সুরক্ষায় পুলিশের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, ডিআইজি, খুলনা রেঞ্জ এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, বাগেরহাট।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের সার্কেল অফিসারবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ নানা পর্যায়ের সাধারণ নাগরিক।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।