লিটন ইসলাম
দিনাজপুর জেলা প্রতিনিধি
৩০-০৩-২০২৫খ্রি:
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।"
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। যে ঈদ শিশুদের আনন্দিত করতে পারেনা সেই ঈদ, ঈদ নয়। তারই ধারাবাহিকতায় ২৯/০৩/২০২৫ ইং তারিখে বিডি ক্লিন ঢাকা উত্তরের আওতাধীন ১ নং জোন শিশুদের আনন্দিত করতেই ঘুরে বেরিয়েছে সুবিধা-বঞ্চিত শিশুদের মাঝেই। তাদের হাতকে মেহেদী রঙে রঙিন করে তাদের অগ্রিম ঈদের বার্তা পৌঁছে দিতে বিডি ক্লিনের একরাশ প্রয়াস। তাদের ঈদের আনন্দকে আরও আনন্দিত করতে ছোট্ট সোনা-মণিরা আরও পেয়েছেন ঈদের সালামিসহ ঈদ উপহার। সুবিধা বঞ্চিত সোনামণিরা এগুলো পেয়ে আহ্লাদে আটখানা। ঈদকে আরেকটু বাড়তি আনন্দ ভাগা-ভাগি করতে আমরা কিছু বয়োজ্যেষ্ঠ অসহায়দের মাঝে ঈদের সুন্নাতী খাদ্য উপহার পৌঁছে দিতে চেষ্টা করেছি। তাদের খুশি করতে পেরে আমরাও বেশ প্রফুল্লিত ও আনন্দিত। ঈদের আনন্দ এভাবেই পৌঁছে যাক সবার মাঝে।