মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
বাদী মোঃ সোহাগ হোসেন বিপ্লব(৩৪) গত ইং ১৬/০৫/২০২৫খ্রিঃ সন্ধ্যার দিকে কোতয়ালী মডেল থানাধীন আড়পাড়া এলাকায় নিজ বাড়ীতে অবস্থানকালে হঠাৎ দেখতে পান যে একটি ফেসবুক আইডিতে স্ত্রী, ছোট ভাইয়ের বউ ও শালির পর্ন ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়াচ্ছে।
উক্ত ছবি ও ভিডিও অজ্ঞাতনামা কেউ গোপনে সুকৌশলে সংগ্রহ করে এডিটিং এর মাধ্যমে বাদী ও তার আত্মীয়দের নিকট সেন্ড করে তার স্ত্রীর মানহানীসহ সমাজে হেয়প্রতিপন্ন করে।
একপর্যায়ে উক্ত আইডির ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ দিয়ে ব্লাকমেইল করে বাদীর নিকট হতে নগদ ১,২০,০০০/-টাকা দাবি করে।
বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাদীর স্ত্রী সহ অন্যান্যদের পর্নোগ্রাফি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুনরায় পোষ্ট করার হুমকি দিতে থাকে।
বাদীর এমন এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/দেবব্রত ঘোষ, এসআই(নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ইং ২১/০৫/২০২৫খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীন ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টার এলাকা হতে মোঃ সৌরভ মাহামুদুল(২৬)কে গ্রেফতার করেছে।
পরবর্তীতে গ্ৰেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ফেসবুক আইডি’র মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানো সহ বাদীকে ভয়ভীতি ও ব্লাকমেইল করে টাকা দাবির ঘটনা স্বীকার করে।
ধৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক পর্ণ ছবি প্রস্তুত ও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে এসংক্রান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মো: সৌরভ মাহামুদুল (২৬), পিতা-আব্দুল গণি, সাং-পাতানিশ, থানা-হাজিগঞ্জ, জেলা-চাঁদপুর।
উদ্ধারঃ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।