**
মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
পানছড়ি, খাগড়াছড়ি — “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো ভূমি মেলা ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, গণশুনানি, আলোচনা সভা, স্টল পরিদর্শন এবং কুইজ প্রতিযোগিতা।
রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন। তিনি তার বক্তব্যে বলেন, “ভূমি সেবাকে জনবান্ধব ও সহজলভ্য করতে সরকার নিরলসভাবে কাজ করছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে আমরা নিজের জমি নিরাপদ রাখতে পারি।”
গণশুনানি ও আলোচনা সভায় ২৪৩ নং চেঙ্গী মৌজার মৌজা প্রধান শান্তিময় চাকমা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ভূমি মেলা আমাদের জন্য একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। আমি আমার এলাকার জনগণকে নিয়মিত খাজনা প্রদানের মাধ্যমে জমির আইনগত অধিকার বজায় রাখার আহ্বান জানাই।”
ভূমি মেলায় উপজেলার ৭টি মৌজার মৌজা প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন ইউএনও ফারহানা নাসরিন। সেখানে ভূমি রেকর্ড, খতিয়ান, নামজারি, অনলাইন ভূমি কর পরিশোধসহ নানা সেবা প্রদর্শন করা হয়।
মেলায় অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্থানীয়রা জানান, এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সহায়তা করবে।