1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পায়েল স্মৃতি সংসদের জয় - নব দিগন্ত ২৪
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জন্ম-মৃত্যু নিবন্ধনে বছরের সেরা ইউএনও আবুজর মো. ইজাজুল বিএনপির পার্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার-১ । ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের উদ্ধোধন। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ ঢাকা বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দম্পতি গ্রেফতার বগুড়ায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার । সলঙ্গায় রোপা আমনের চারা বিক্রির ধুম ঢাকা জেলার দোহার থানা কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার রমজান ওরফে কালা এবং লালন গ্রেফতার। নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় শুভ জন্মাষ্টমী ২০২৫ সম্পন্ন। দেশের সর্ব বৃহত্তম আশ্রম বেনাপোল ঐতিহ্যবাহী শ্রী শ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের পাটবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ট্রমী উদযাপণ

পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পায়েল স্মৃতি সংসদের জয়

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

“ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল”—এই স্লোগানকে সামনে রেখে গুইমারা উপজেলার বড়পিলাক হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ‘পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী খেলায় পায়েল স্মৃতি সংসদ ৪-৩ গোলে পরাজিত করে *মাস্টার পাড়া একাদশকে।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেলেও পায়েল স্মৃতি সংসদ প্রথমার্ধেই ৩টি গোল এবং মাস্টার পাড়া একাদশ ১টি গোল করে। দ্বিতীয়ার্ধে মাস্টার পাড়া একাদশ ২টি গোল পরিশোধ করলেও ম্যাচের শেষদিকে আরেকটি গোল করে পায়েল স্মৃতি সংসদ জয় নিশ্চিত করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং পুরো আয়োজনের প্রশংসা করেন। আজকের খেলার সেরা খেলোয়াড় মোঃ অনিক (০২ গোল)।

পায়েল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট – ২০২৫ এবং পায়েল স্মৃতি সংসদ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
– মোঃ পারভেজ হোসাইন, আহ্বায়ক, গুইমারা উপজেলা ছাত্রদল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন:
– আল মামুন, সদস্য সচিব, গুইমারা দউপজেলা ছাত্রদল।

বিশেষ অতিথি ছিলেন:
– তানভীর সিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুইমারা উপজেলা ছাত্র দল
– মোঃ দিদারুল হৃদয়, যুগ্ম আহ্বায়ক, গুইমারা উপজেলা ছাত্র দল
– শারিউল, যুগ্ম আহ্বায়ক, গুইমারা উপজেলা ছাত্র দল
– মোঃ মাইনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক, গুইমারা উপজেলা ছাত্র দল
– মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক, গুইমারা উপজেলা ছাত্র দল
– সাইফুল ইসলাম, সদস্য, গুইমারা উপজেলা ছাত্র দল,
-মোজাম্মেল রিফাত, সভাপতি, হাফছড়ি ইউনিয়ন ছাত্র দল,
– কামরুল ইসলাম, সভাপতি, গুইমারা সদর ইউনিয়ন ছাত্র দল,
– আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি, হাফছড়ি ইউনিয়ন ছাত্র দল,
– মোঃ আফছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি, গুইমারা সদর ইউনিয়ন ছাত্র দল,
– মাসুদ রানা, সহ-সভাপতি, হাফছড়ি ইউনিয়ন ছাত্র দল,
– আমিনুর রহমান, সাধারণ সম্পাদক, হাফছড়ি ইউনিয়ন ছাত্র দল,
– মোঃ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক, গুইমারা সদর ইউনিয়ন ছাত্র দল,
– ইউনুস হোসাইন, সাংগঠনিক সম্পাদক, হাফছড়ি ইউনিয়ন ছাত্র দল,
– মোঃ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গুইমারা সদর ইউনিয়ন ছাত্র দলসহ আরও অনেকে।

খেলা পরিচালনা ও ঘোষণায় ছিলেন মোঃ মুবিনুল ইসলাম।
এই আয়োজনে সকলকে খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।

*জয় হোক ক্রীড়ার, জয় হোক তরুণ সমাজের উজ্জ্বল ভবিষ্যতের।*

আয়োজক: পায়েল স্মৃতি সংসদ, বড়পিলাক, গুইমারা, খাগড়াছড়ি।

*#ফুটবল_টুর্নামেন্ট_২০২৫ #পায়েল_স্মৃতি #গুইমারা #ছাত্রদল #মাদক_বিরোধী_আন্দোলন*

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট