মনা নিজস্ব প্রতিনিধিঃ
আমি গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. পুলিশ সুপার, বগুড়া হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলাম। দায়িত্ব পালনকালে বগুড়ার সম্মানিত জনগণ, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের জনগণসহ সকলের সম্মিলিত সহযোগিতা আমার দায়িত্বকে অনেক সহজ করেছে। বিজ্ঞ বিচারক, বার, প্রসিকিউশন সকলের সহযোগিতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার আন্তরিকতা আমার দায়িত্বপালনকে আরও উৎসাহিত করেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ, জেলা প্রাণিসম্পদ, জেলা মৎস্য অফিস, সমাজসেবা অফিসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণদের প্রতি। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাকে কৃতার্থ করেছে।
আমার সহকর্মী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আপনাদের নিষ্ঠা, ত্যাগ ও পেশাদারিত্ব আমার প্রতিটি সিদ্ধান্তকে সহজ করেছে।
নবাগত পুলিশ সুপারের হাতে বগুড়া আরও নিরাপদ হবে--এটাই আমার প্রত্যাশা।
দায়িত্বের পরিবর্তন স্বাভাবিক, কিন্তু এই জেলার মানুষের প্রতি আমার ভালোবাসা ও সম্মান চিরস্থায়ী থাকবে।
ধন্যবাদান্তে,
মোঃ জেদান আল মুসা।