মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ শনিবার (২০ ডিসেম্বর) অপরাহ্নে নরসিংদী জেলার রায়পুরা থানা আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জবাব বায়েজিদ বিন মনসুর , সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।