মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১০-০৯-২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর ও বোয়ালমারী উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ও কারখানা পরিদর্শন সম্পন্ন করা হয়। উক্ত সার্ভিল্যান্স নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহে পরিচালনা করা হয়।
১. মা ওয়াটার, মালাঙ্গা, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
২. কেবি ব্রিকস, লক্ষীপুর, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে দাখিলকৃত সিএম লাইসেন্স ফি দ্রুত পরিশোধ করার জন্য তাগাদা প্রদান করা হয়।
৩. জেবি ব্রিকস, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে দাখিলকৃত সিএম লাইসেন্স ফি দ্রুত পরিশোধ করার জন্য তাগাদা প্রদান করা হয়।
৪. এইচ অটো ব্রিকস লিঃ, বড় মাধবপুর, ভুয়ারকান্দি, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৫. কানাইপুর অটো ব্রিকস লিঃ, নারায়ণপুর, আনন্দনগর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে দাখিলকৃত সিএম লাইসেন্স ফি দ্রুত পরিশোধ করার জন্য তাগাদা প্রদান করা হয়।
৬. প্রত্যাশা ব্রিকস ফিল্ড, বড় মাধবপুর, ভুয়ারকান্দি, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে দাখিলকৃত সিএম লাইসেন্স ফি দ্রুত পরিশোধ করার জন্য তাগাদা প্রদান করা হয়।
৭. তালিব ওয়েল মিল, কাদিরদী বাজার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের সরিষার তেল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৮. রাজ সিরামিক ব্রিকস লিঃ, কানখরদী, কমলেশ্বরদী খানকা, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৯. রানা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, কানখরদী, কমলেশ্বরদী, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
১০. সাতৈর ন্যাশনাল ব্রিকস লিঃ, সাতৈর, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
১১. আশরাফ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, সাতৈর বাজার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
১২. বায়েজিদ বেকারী, সোতাশী, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
১৩. জয় ড্রিংকিং ওয়াটার, জাহাঙ্গীর টাওয়ার, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর দায়িত্ব পালন করেন। এছাড়াও নবীন কর্মকর্তা প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর এ অভিযানে উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।