আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ১৯ দিন পর গাজিপুরের কাশিমপুর এলাকায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় মুল অপহরণকারী সোহেল (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে। এছাড়া উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে জবানবন্দী রেকর্ডের পর ভিকটিমকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয় সোহেল। কিন্ত সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়। এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল।
এ অবস্থায় ১২ অক্টোবর বিকেল ৪টায় বাড়ির উদ্যেশে বিদ্যালয় থেকে বের হয়ে গেটের অদুরে মন্দিরের সামনের রাস্তায় পৌছলে সোহেল ও তার লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় সোহেল সহ ৩জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে গাজিপুরের কাশিমপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।