আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১০ সেপ্টম্বর বুধবারের খেলায় সদর উপজেলা ৪- ১গোলে আদমদিঘী উপজেলাকে পরাজিত করেছে । সদরের ফরেন রিক্রুট বো বো দুইটি , সাঈদ ও ওমর একটি করে গোল করেন। আদমদিঘির পক্ষে প্যাট্রিক একটি গোল করেন । খেলাটি পরিচালনা করেন জাহিদুল তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ ,শফিক ও রঞ্জু । ম্যান অব দ্যা ম্যাচ বগুড়া সদর উপজেলার মইনুল। জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন , সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন ,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল প্রমুখ । আজ বৃহস্পতিবার এর খেলা সারিয়াকান্দি উপজেলা বনাম ধুনট উপজেলা।