আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা আমাদের শরীর, পোশাক-পরিচ্ছদ, বাড়ি-ঘর ও প্রতিষ্ঠান নিজেই পরিষ্কার রাখবো”—এই প্রত্যয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো পরিবেশ উন্নয়ন ও শহর পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আয়োজনে এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার, বগুড়া ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. জেদান আল মুসা পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা নিয়মিত পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, বৃক্ষরোপণ করবো, পুকুর পরিষ্কার করে মাছের পোনা অবমুক্ত করবো। পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ জাতি গঠনে সহায়তা করবে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী মিসেস ফারিহা বিনতে হক, সহ-সভানেত্রী শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান, প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. মইনুল ইসলাম, সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা, মো. আব্দুল বাছেদ, মো. খুরশিদ আলম, সহকারী শিক্ষক গোলাম রব্বানী, মো. মাসুকুর রহমান, মো. রেজাউল করিম, মো. হেলাল উদ্দিন, মো. আতিকুজ্জামান, মো. শাহ আলম ও আইসিটি সহকারী মো. তানবীন রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের কাব দল, স্কাউট, রোভার স্কাউট, গার্ল ইন রোভার, গার্ল গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সকাল ৯টায় কলেজের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া এ অভিযানে সরকারি শাহ সুলতান কলেজ গেট হয়ে বগুড়া সরকারি পলিটেকনিক গেট পর্যন্ত উভয় পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার প্রতিষ্ঠান বন্ধের দিনে অব্যাহত থাকবে।