আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে শাজাহানপুর উপজেলায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে গরু ও ফার্মের যন্ত্রাংশ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার। ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রয়ের নগদ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা উদ্ধার। গত ৮ আগস্ট তারিখ রাত সাড়ে ৮ টায় শাজাহানপুর উপজেলার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। উক্ত ফার্মে অজ্ঞাতনামা ডাকাতরা প্রবেশ করে ফার্মের সিকিউরিটি গার্ডকে চাকু ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ফার্মে থাকা ফ্রিজিয়ান ৮টি গরু যার মূল্য অনুমানিক (দশ লক্ষ) টাকা ও ফার্মের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয় যার মূল্য (বার লক্ষ এগার হাজার চারশত ছিষট্টি) টাকা ডাকাতি করে নিয়ে যায়। মোট লুষ্ঠিত হওয়া সম্পদের আনুমানিক মূল্য ২২ লক্ষ ১১ হাজার ৪৬৬ টাকা। এর প্রেক্ষিতে শাজাহানপুর থানার মামলা নং-১০, তারিখ ০৯/০৮/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখার কাছে হস্থান্তর করা হয়, ডিবির একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে, ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দিদার (৩৪), পিতা রফিজুল হক, মোঃ আব্দুল মান্নাম মুন্ন (২৩), পিতা অহিদ, উভয় সাং দক্ষিন ছোট মানিক, মোঃ সোহেল (২৮), পিতা সাফিজল ব্যাপারি সাং লক্ষিপুর, সর্ব থানা-বোরহান উদ্দিন, মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা মৃত আব্দুল হাই, সাং সোনাপুর, ইন্দ্রনারায়নপুর, থানা-তজিমুদ্দিন সর্ব জেলা-ভোলা,মোঃ জাফর হোসেন (৪৫) পিতা মোঃ মজিবুর রহমান (মুজ, সাং নিশ্চিন্তপুর, থানা-আশুলিয়া, ঢাকাদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে গরু বিক্রয়ের নগদ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা ও উক্ত ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণসহ পলাতক আসামীগণ আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। তাহারা প্রায়ই বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাইয়া আসিতেছিল।