গ্রেফতার আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব-১২) এর অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. বাছেদ (৪৫) গ্রেফতার হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর থানাধীন মাটিঢালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত বছর (০৬ আগস্ট ২০২৪) সকালে সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকায় রফিকুল ইসলামকে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে এজাহারভুক্ত আসামি বাছেদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের হত্যা মামলার আসামি গ্রেফতারের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান বাংলাদেশকে অপরাধমুক্ত দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।