আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৬৭) নামে এক ব্যাটারি চালিত টমটম চালক নিহত ও খন্দকার নিশাত নামে যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত স্কুল শিক্ষিকা নিশাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আদমদীঘি সদরের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আনোয়ারুল হক পল্টুর স্ত্রী ও শিশু নিকেতন কেজি বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত চালক আব্দুল মান্নান আদমদীঘির সালগ্রামের কাজেম উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আদমদীঘি হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিশাত নামে ওই শিক্ষিকাকে আব্দুল মান্নান তার ব্যাটারি চালিত টমটমে তুলে নিয়ে বগুড়া-নওগাঁ -মহাসড়ক দিয়ে শিশু নিকেতন বিদ্যালয়ে যাবার সময় উল্লেখিত সময়ে হাসপাতালের মোড়ে টমটম ঘুরানোর সময় বগুড়াগামী একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় টমটম উল্টে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান নিহত ও শিক্ষিকা খন্দকার নিশাত গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান।