আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: সান্তাহারে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগ কর্মচারী এসোসিয়েশননের শাখা উদ্বোধন ও ১২ দফা দাবি আদায়ের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সান্তাহার রেলওয়ে ফিসিং ক্লাবে রেলওয়ে প্রকৌশলী বিভাগ এসোসিয়েশন সান্তাহার শাখা কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন রেলওয়ে প্রকৌশলী বিভাগ কর্মচারী এসোসিয়েশনের কেন্দীয় কমিটির প্রধান উপদেষ্টা আমাউল্লাহ, কেন্দীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সান্তাহার শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ, সহ কেন্দ্রীয় ও সান্তাহার শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সারাদেশে ৫১টি শাখা ও নির্বাহী কমিটি গঠন ও প্রকাশ সহ ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সকল শাখা কমিটির সাথে যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা শেষে প্রকৌশলী বিভাগ এসোসিয়েশন সান্তাহার শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। #