বদরগঞ্জ প্রতিনিধি
হাবিবুর বকশি
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তা, বাজার ও জনসমাগমস্থলে প্রকাশ্যে ধূমপান এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য। এতে সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা পড়ছেন চরম দুর্ভোগে।
বদরগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড, স্কুল-কলেজের সামনে কিংবা হাটে-বাজারে দাঁড়িয়ে ধূমপান করছে এক শ্রেণির মানুষ। তারা আইন বা জনস্বাস্থ্য নিয়ে চিন্তিত নয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, "রাস্তা দিয়ে হাঁটার সময় ধূমপায়ীদের ধোঁয়ায় নাক-মুখ বন্ধ করে চলতে হয়। অনেক সময় শিশু-বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ে।"
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশ্যে ধূমপান শুধু ধূমপায়ীর ক্ষতি নয়; আশেপাশের মানুষকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি নজরে নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হবে।