বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগরে অনুষ্ঠিত ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলার আড়ালে অবৈধ লটারি জুয়া চালু থাকায় ক্ষুব্ধ জনতা সোমবার সকাল থেকে আন্দোলনে নামেন। তৌহিদী জনতা ব্যানারে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হলেও কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকে। সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা পার্বতীপুর–রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে দীর্ঘ ৬ ঘণ্টার বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
অবরোধের খবর পেয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সড়ক ছাড়তে অনুরোধ করেন। তবে আন্দোলনকারীরা তার কোনো অনুরোধে কর্ণপাত করেননি।
বিকেল ৫টার দিকে রংপুর বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আহমেদ, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রশাসনের পক্ষ থেকে আগামী বুধবার উপজেলা হলরুমে এ বিষয়ে বৈঠকের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযুদ্ধকালীন জুলাই আন্দোলন যোদ্ধা হালিম মিয়া বলেন,
“আমরা অনেক শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। আজ অবৈধ লটারি জুয়ার কারণে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। আমরা যদি এখনই এর বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা অপমানিত হবে। অবৈধ লটারি জুয়া বন্ধ না হলে আমরা লংমার্চ কর্মসূচি দিতে বাধ্য হবো।”
মুজাহিদুল নামে এক মাদ্রাসাছাত্র বলেন,
“লটারি হলো জুয়া। এটি ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। মেলার নামে লটারির জুয়া চালু থাকলে এলাকায় চুরি, ছিনতাই, মাদকাসক্তি বাড়বে। আমরা দাবি জানাই অবিলম্বে লটারি বন্ধ করতে হবে।”
আন্দোলনকারীদের অন্যতম নেতা মাওলানা জাকারিয়া রহমান সাংবাদিকদের বলেন,
“প্রশাসন আমাদের বুধবার পর্যন্ত সময় নিয়েছে। যদি আলোচনার মাধ্যমে অবৈধ লটারি বন্ধ না হয়, তবে বৃহস্পতিবার সকাল থেকেই আমরা লংমার্চের কর্মসূচি ঘোষণা করবো।”
অন্যদিকে মেলার ইজারাদার বেলাল হোসেন বলেন,
“আমরা সেনানিবাসের জায়গায় মেলা শুরু করার আগে এক কোটি ১০ লাখ টাকা পরিশোধ করেছি। হঠাৎ করে লটারি বন্ধ হলে আমাদের ব্যাপক ক্ষতি হবে।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট থেকে রামনাথপুর ইউনিয়নের হাসিনানগরে সেনানিবাস সংলগ্ন স্থানে ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা শুরু হয়। কিন্তু মেলার আড়ালে লটারি জুয়ার আসর বসায় স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে এবং আন্দোলনে নামে।