বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ভয়াবহ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা ও সাধারণ পথচারীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বদরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, রেলগেট, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে।
এছাড়াও যানজটে আটকে ছিলেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শহরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল, বাজারের ভীড় এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাবের কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে।
বদরগঞ্জ পৌরসভার নাগরিকরা দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।