
রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার আহবায়ক তানভীর ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক নূর আহমেদ এবং সদস্য সচিব ইউনুস আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর শাখার যুগ্ম আহবায়ক ইয়াসমিন ইসলাম এবং সদস্য সচিব হাবিবুর রহমান হানিফ বকশী।
সভায় উপজেলা শাখার আহবায়ক নূর আহমেদ বলেন,
> “ছাত্র সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।”
পৌর শাখার সদস্য সচিব হাবিবুর রহমান হানিফ বকশী বলেন,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে সব সময় পাশে আছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”
মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ আগামীর কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।