নিজস্ব প্রতিবেদক, বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে কেন্দ্রীয় নেতা ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর সংঘটিত বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখা।
শনিবার বিকেলে শহরের প্রধান সড়কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক নুর আহমেদ। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হাবিবুর বকশীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ভিপি নুরের সৈনিকরা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। বদরগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত বিক্ষোভ চলছে। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই চলবেই, ইনশাআল্লাহ।”
তারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।