মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার:
আজ ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারিপুর জেলার রাজৈর উপজেলায় স্মরন কালের সবচেয় বড় র্যালি আয়োজন করা হয়। র্যালি অগ্রভাগে ছিলেন মাদারিপুর ২ আসনের (রাজৈর -মাদারিপুর) বি এন পির মনোনয়ন প্রত্যাশী জনাব মিল্টন বৈদ্য। আনুমানিক প্রায় বিশ হাজার লোক সমাগমের মাধ্যমে এ র্যালি আয়োজন করেন।রাজৈর সানেরপাড় হয়ে রাজৈর বাজার ব্রিজ, পরে রাজৈরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজৈর থানার মোড় হয়ে র্যালিটি আবার সানের পাড়ে এসে শেষ হয়। এ সময় মিল্টন বৈদ্য বলেন আজ, – রাজৈরের সাধারণ মানুষ এবং তার দলের সর্বস্তরের নেতাকর্মী ইতিহাস সৃষ্টি করলো।রাজৈর মাদারিপুরের মানুষ এর আগে এতো লোক সমাগম কখোনো দেখেনি,এটা একটি ইতিহাস।তিনি জনগণের সাথে আছেন এবং জনগণও তার সাথে আছেন এভাবে রাজৈরে নতুন ইতিহাসের জন্ম হবে বলে তিনি বলেন। তিনি আরো বলেন জনগণের জোয়ার এসেছে আর ভালোবাসা সহ তাদের ভোটে আগামী নির্বাচনে তিনি ধানের শীষ মার্কা পাবেন এবং বিজয়ী হবেন।