
স্টাফ রিপোর্টার, মেহেদি হাসান সোহেল
মোফাজ্জেল হোসেন মফা কে আহবায়ক ও আবুল হাসান খান কে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি- হুইলারযান শ্রমিকদল মাদারীপুর জেলার ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার ১২ই নভেম্বর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলাযান কেন্দ্রীয় কমিটি কর্তৃক এই ০৫ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
কমিটির আহবায়ক হলেন, মাদারীপুর জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, সদস্য সচিব হলেন রাজৈর উপজেলা ছাএদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মো: ইমামুল ইসলাম শহীদ বেপারী ও যুগ্ন আহবায়ক মো: কামাল চৌকিদার এবং সদস্য রাজু আহম্মেদ বাবুল।
উপরোক্ত আহবায়ক কমিটি আগামী ০৩ (তিন) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত তিন মাসের মধ্যে উপরোক্ত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব এর যৌথ স্বাক্ষরে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক এর সাথে আলাপ আলোচনা করে মাদারীপুর জেলার পৌরসভা, থানা, উপজেলা এবং ইউনিয়ন কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর অনুরোধ করা হয়েছে।